সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ কঠোর হলে পুলিশ পাশে থাকবে


প্রকাশিত: ০২:৪০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭

জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ কঠোর হলে পুলিশ পাশে থাকবে জানিয়ে আইজিপি একেএম শহীদুল হক বলেছেন, কমিউনিটি পুলিশিংয়ের জন্য জনতা-পুলিশের সেতুবন্ধন তৈরি হয়েছে। এ সেতু বন্ধনের ফলে জনগণের মাঝে পুলিশ ভীতি অনেকটাই কমে গেছে। সমাজের সমস্যা সমাধানের অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে কমিউনিটি পুলিশিং কমিটি।

শুক্রবার বিকেলে খাগড়াছড়ির পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের সহযোগিতার মাধ্যমে জঙ্গিবাদ নির্মূলসহ মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করতে হবে। আগামী তিন মাসের মধ্যে খাগড়াছড়ি জেলা জঙ্গি, মাদক ও সন্ত্রাসমুক্ত হিসেবে দেখতে চাই।

দেশে জঙ্গি ও মাদককে অন্যতম সমস্যা চিহ্নিত করে তিনি আরও বলেন, পুলিশ জনগণের ক্ষমতা ও আইনের ক্ষমতাকে এক করে কাজ করতে চায়। পুলিশ গণতান্ত্রিক থাকবে, জবাবদিহিতামূলক পুলিশ থাকবে। তিনি সমাজ গঠন, সমাজের অবক্ষয় রোধ এবং মূল্যবোধের মাধ্যমে সমাজের সমস্যা সমাধানে কমিউনিটি পুলিশ কমিটির সদস্যদের কাজ করার আহ্বান জানান।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলীর সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জর ডিআইজি মো. শফিকুল ইসলাম ও খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান প্রমুখ।

এর আগে দুপুরের দিকে মহালছড়ি আমর্ড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেন তিনি।

সফরের দ্বিতীয় দিন শনিবার দেশের প্রথম এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টারসহ জেলায় পুলিশের বিভিন্ন স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন আইজিপি।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।