পদ্মা নদীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

ঢাকা জেলার দোহার উপজেলার মইনুর ঘাট এলাকার পদ্মা নদীতে গোসল করতে নেমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিভার্সিটি অব এশিয়ান প্যাসিফিকের কম্পিউটার সাইন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাওন সরকার ও মিজানুর রহমান মিন্টু নিখোঁজ হন।

স্থানীয় সূত্র জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেশকিছু শিক্ষার্থী দোহারের মইনুর ঘাট ও ফরিদপুরের চর ভদ্রাসনের মাঝামাঝি পদ্মার চরে পিকনিকে আসেন এবং ফুটবল খেলেন। খেলার এক পর্যায়ে বল নদীতে পড়ে যায়। এসময় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন দুই শিক্ষার্থী।

দোহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ইউনিভার্সিটি অব এশিয়ান প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী খেলার একপর্যায়ে নদীতে নামলে নিখোঁজ হন। ইতিমধ্যে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।