মাগুরায় সড়ক দুর্ঘটনায় আহত অর্ধশত
মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর নামক স্থানে বুধবার দুপুরে যাত্রীবাহী ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে অর্ধশত যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ৪১জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা ও পুলিশ জানায়, সোহাগ পরিবহনের একটি বাস খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে এবং একই পরিবহনের বিপরীতমুখী বাসের সাথে ক্রস করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
এমজেড/পিআর