নির্বাচনে আসুন, খেলা হবে মাঠে : স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আপনারা আগামী নির্বাচনে আসুন, খেলা হবে মাঠে। আপনাদের (বিএনপি) সঙ্গে খেলতে প্রস্তুত আমরা।

বিএনপিকে ইঙ্গিত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারা (বিএনপি) গত নির্বাচন করতে চায়নি। বিএনপি নেত্রী তখন নির্বাচন চাননি। যে জন্য মানুষ পুড়িয়ে মেরেছেন। কিন্তু নির্বাচন ঠেকাতে পারলেন না তিনি।

শনিবার বিকেলে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মোহাম্মদ নাসিম বলেন, খালেদার আমলে দেশ অন্ধকারে ছিল। তখন দেশে জঙ্গির উত্থান হয়েছিল। এখন দেশে কোনো জঙ্গি নেই। জঙ্গি দমন হয়েছে, খতম হয়েছে। আগামী নির্বাচনেও অওয়ামী লীগকে বিজয়ী করা দরকার। তা না হলে আবার বাংলা ভাইয়ের জন্ম হবে। জঙ্গি মাথাচাড়া দিয়ে উঠবে। দেশ পিছিয়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি জনগণের নেত্রী।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. ফকরুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

এছাড়াও আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সিরাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনালে এম এ মাহি, বরিশালের ডিআইজি শেখ মো. মারুফ হাসান, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুর রহমান প্রমুখ।

হাসান মামুন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।