ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মচারী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ঠাকুরগাঁও সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসীন আলী, সিভিল সার্জন ডা. আবু মো. খায়রুল কবির, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তারিকুল ইসলাম, কেন্দ্রীয় সরকারি কর্মচারী পরিষদের কার্যকরী সভাপতি এম এ হান্নান, মহাসচিব নোমানুজ্জামান, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন, জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা এ সময় সরকারের সাথে সকল কর্মচারীদের সমন্বয়ে কাজ করে প্রধানমন্ত্রীর সোনা বাংলা গড়ার আহ্বান জানান। বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার ১৭তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে অতিথিদের ক্রেস্ট দেয়া হয়।
মো. রবিউল এহসান রিপন/এএম/আরআইপি