রাঙামাটি পাবলিক কলেজের একাডেমিক ভবন দ্রুত নির্মাণের দাবি


প্রকাশিত: ০৬:২৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

রাঙামাটি পাবলিক কলেজের একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন পরিচালিত এ কলেজটির বর্তমান অস্থায়ী ক্যাম্পাস চলছে শহরের তবলছড়ি মিনিস্ট্রিয়াল ক্লাবে ঘর ভাড়া করে।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে আয়োজিত মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবি, পেশাজীবী, সংস্কৃতি সংগঠন এবং সুশীল সমাজের নেতাকর্মী অংশ নেন।

সকাল ১০-১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি পাঠানো হয়।
কলেজটির অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবিরের পরিচালানায় মানববন্ধন চলাকালে সংহতি বক্তব্য রাখেন, সাবক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, ব্যবস্থাপনা কমিটির অভিভাবক প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা, আবু সাদাৎ মো. সায়েম, দাতা সদস্য মনিরুজ্জামান মহসীন রানাসহ শিক্ষক ও বিভিন্ন স্তরের সামাজিক নেতারা। তারা অবিলম্বে কলেজটির একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষ করতে প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন।

Rangamati

উল্লেখ্য, তৎকালীন জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের উদ্যোগে স্থাপিত রাঙামাটি পাবলিক কলেজের অস্থায়ী ক্যাম্পাসে শ্রেণি কার্যক্রম চালু হয় ২০১৪ সালের ১১ মে। এরপর কলেজটির নামে শহরের আসামবস্তির নারকেলবাগানে বন্দোবস্ত হওয়া তিন একর জমিতে কলেজের একাডেমিক ভবন নির্মাণের জন্য আট কোটি টাকা বরাদ্দ দেয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ২১ নভেম্বর। কিন্তু ঠিকাদারের সঙ্গে নির্মাণকারী সংস্থা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জটিলতার কারণে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এর ফলে বর্তমানে অধ্যায়নরত প্রায় ৭ শতাধিক শিক্ষার্থীর নিজস্ব একাডেমিক ভবনে পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে।

সুশীল প্রসাদ চাকমা/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।