মাগুরায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২২


প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

মাগুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার নিশ্চিতপুর গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় উভয় পক্ষের ২০-২৫টি বাড়ি ও দোকান ঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। আহতদের মধ্যে ৭ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও আহতরা জাগো নিউজকে বলেন, শনিবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আকিদ মোল্যা মেম্বারের সমর্থক করিম ও অপর আওয়ামী লীগ নেতা চাউলিয়া ইউপি চেয়ারম্যান হাফিজার রহমানের সমর্থক ইয়ারুলের মাধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষের ৩ জন আহত হয়।

এ সংঘর্ষের সূত্র ধরে আজ রোববার সকালে উভয় পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়। এ সময় উভয় পক্ষের ২০-২২টি বাড়ি ও দোকান ঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চেয়ারম্যানের সমর্থক ইকরাল মোল্যা (৪০), তুষার মোল্যা (৩৫), রবিউল মোল্যা (২৫), আলী (২২) ও ইয়ারুল এছাড়া মেম্বারের সমর্থক বাহারুল (৩৫), আকিদুল (৩৬), মো. সাকাওত হোসেন (৪৫) ও বিল্লালকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

সকালে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে ১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ছোড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় টহল পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরাফাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।