পানছড়িতে অস্ত্রসহ দুই ইউপিডিএফ কর্মী আটক
খাগড়াছড়ি পানছড়ি থেকে অস্ত্রসহ দুই ইউপিডিএফ কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলায় নাপিতাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাঙ্গামাটি জেলার বন্দুকভাঙ্গা এলাকার ইউপিডিএফ’র সামরিক শাখার সেকেন্ড ইন কমান্ড ও পানছড়ির নাপিতাপাড়া গ্রামের বাসিন্দা বিনয় কিশোর চাকমার ছেলে সুয়ান্ত চাকমা ওরফে তমেশ চাকমা (৩৫) এবং বিমল চন্দ্র চাকমার ছেলে সোনামনি চাকমা ওরফে ভাগ্যা চাকমা (৫২)।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ব্রিগেডের জি টু মেজর মোজাহিদুল ইসলাম এসজিপির নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল নাপিতাপাড়া এলাকায় অভিযান চালায়। রাত ১টা থেকে শুরু হওয়া অভিযানের এক পর্যায়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে ভারতীয় একটি অটো পিস্তল, একটি দেশীয় এলজি, পাঁচ রাউন্ড গুলি এবং একসেট সামরিক বাহিনীর পোশাক উদ্ধার করা হয়।
দুই ইউপিডিএফ কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আব্দুল জব্বার জানান, তাদের বিরুদ্ধে পানছড়ি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ার করা হয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/জেআইএম