খোলা আকাশের নিচে চলছে পাঠদান


প্রকাশিত: ১১:০২ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

পিরোজপুরের নাজিরপুরে বিদ্যালয়ের ছাদ ভেঙে এক শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহত হওয়ায় পাঠদান চলছে খোলা  আকাশের নিচে। মারাত্মক আহত এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপতালে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের ১১নং উত্তর গাওখালী আমভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

সোমবার সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ভবনটি অত্যন্ত জরাজীর্ণ। ভবনের প্রতিটি কক্ষের ছাদের প্লাস্টার ভেঙে বেঞ্চের ওপর ও মেঝেতে পড়ে আছে। বিদ্যালয়ের ভবনের পাশে খোলা জায়গায় তাঁবু দিয়ে চলছে ক্লাস। শিক্ষার্থীদেরও উপস্থিতি ছিলো খুবই কম।

উপস্থিতি কম হওয়ার কারণ জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোকুল চন্দ্র বেপারী জানান, গত ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ক্লাস চলাকালীন ভবনের ছাদ ভেঙে পঞ্চম শ্রেণির কক্ষে পাঠদানরত শিক্ষক সুধির রঞ্জন মন্ডলসহ ওই শ্রেণির একই বেঞ্চের ৫ ছাত্র আহত হয়।

এ ঘটনার পর আতঙ্কে শিক্ষার্থীদের উপস্থিতি কম। এতে গুরুতর আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মো. হাসান হাওলাদার।

তার অসহায় বৃদ্ধ বাবা মো. ছিদ্দকুর রহমান জানান, তার ছেলের অবস্থা আশঙ্কাজনক। তার উন্নত চিকিৎসার জন্য খরচ বহন করার মতো কোনো সম্বল নেই তার। ভিটেবাড়ি বিক্রি করে চিকিৎসা দিতে হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ওই ছাত্রের চিকিৎসার জন্য গত সোমবার ১০ হাজার টাকা দেয়া হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিপন মাঝি জানান, ১৯৯৪ সালে নির্মিত ওই ভবনটি অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ । ভবনটি সংস্কারের জন্য বারবার কর্তৃপক্ষে কাছে আবেদন করেও কোনো ফল না হওয়ায় ওই ভবনেই ক্লাস নিতে হচ্ছে।

হাসান মামুন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।