শ্রমিকনেতা আমিনুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ০৩ এপ্রিল ২০১৫

আশুলিয়ায় শ্রমিকনেতা আমিনুল ইসলামের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও তৈরী পোশাক শ্রমিকরা। শুক্রবার বেলা ১১টায় আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাষ্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের ব্যানারে কালো পতাকা হাতে এ মানববন্ধন-সমাবেশের আয়োজন করা হয়।

 ২০১২ সালের ৪ এপ্রিল রাতে কর্মস্থল আশুলিয়ার গাজিরচট অফিস থেকে বাসায় ফেরার পর নিখোঁজ হন আমিনুল। পরে ৬ এপ্রিল টাঙ্গাইল থেকে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ। কিন্তু এ হত্যাকাণ্ডের সাথে জড়িতরা এখনো গ্রেফতারের বাইরে রয়েছে।  

মানববন্ধনে বক্তারা শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যার তিন বছর পেরিয়ে গেলেও দোষিদের গ্রেফতার না করায় তীব্র নিন্দা জানান। এসময় বক্তারা দোষিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানান।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাষ্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের  সাভার আঞ্চলিক কমিটির সভাপতি লাবনী আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাষ্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক মো.ইব্রাহীম। এছাড়া বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।