নীলফামারীতে তিন দিনব্যাপী ইজতেমা শুরু
ফজরের নামাজের পর বৃহস্পতিবার আম বয়ানের মধ্যে দিয়ে নীলফামারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা।
জেলা সদরের সংঙ্গলশী ইউনিয়নের নগর দারোয়ানি সুতাকল সংলগ্ন (টেক্সটাইল মিল) বিশাল মাঠে আয়োজন করা হয়েছে এই ইজতেমার। আগামী শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এ ইজতেমা।
আয়োজক সূত্রে জানা যায়, ৫টি দেশের ১২০ জন অতিথি অংশ নিয়েছেন। এছাড়া বিদেশি অনেক ইসলামিক চিন্তাবিদসহ ঢাকা কাকরাইল মসজিদের আলেম ওলামা উপস্থিত রয়েছেন।
এতে, আলেমরা দিনের দাওয়াত, ধর্ম ও আখিরাত নিয়ে মূল্যবান বয়ান দিচ্ছেন। দেশি, বিদেশি মুসল্লিদের সুবিধার্থে এসব বয়ান কয়েকটি ভাষায় তর্জমা (অনুবাদ) করা হচ্ছে।
ইজতেমার আয়োজক কমিটির সদস্য আলহাজ রকিবুল আলম চৌধুরী বলেন, সৌদিআরব, সুদান, ইন্দোনেশিয়া, কাতার, মালয়েশিয়াসহ ৫টি দেশের মেহমানসহ লক্ষাধিক মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন।
ইজতেমার চত্বর ঘুরে দেখা যায়, স্বাস্থ্যসেবার জন্য নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগের ১০টি মেডিকেল টিম রয়েছে। সেখানে বিনামূল্যে ওষুধ সরবরাহসহ সব ব্যবস্থা করা হয়।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, সব ধরনের নিরাপত্তায় ইজতেমা মাঠসহ পুরো এলাকায় পুলিশ ও র্যাব দায়িত্ব পালন করছে।
নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, ইজতেমা এলাকার পাশেই দারোয়ানি সুতাকল ও উত্তরা ইপিজেড। এই তিনদিন ইজতেমার মুসল্লি ও সাধারণ পথচারীর চলাচলের কারণে সড়কে ভারি যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে।
জাহেদুল ইসলাম/এএম/জেআইএম