ফতুল্লায় মাদক ব্যবসার প্রভাব বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ


প্রকাশিত: ০৩:১৭ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় একপক্ষ অপরপক্ষের উপর বোমা নিক্ষেপসহ বাড়ি ঘর ভাঙচুর করে। এতে প্রায় ১৫-১৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফতুল্লার কুতুবপুরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইমরান ও বিল্লাল বাহিনীর নারীসহ দুই সদস্যকে আটক করেছে পুলিশ।          

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকার কদমতলীর আলোচিত মাদক ব্যবসায়ী ইমরান ও বিল্লাল বাহিনী রসুলপুর এলাকায় মাদক ব্যবসা করায় স্থানীয় দীন ইসলাম বাহিনী তাদের বিরুদ্ধে প্রতিবাদের দূর্গ গড়ে তোলে। সেই থেকেই তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

সেই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে ইমরান ও বিল্লালের নেতৃত্বে একটি বাহিনী নিয়ে দীন ইসলাম বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ইমরান ও বিল্লাল বাহিনী ককটেল ফাটিয়ে রসুলপুর এলাকায় তাণ্ডব সৃষ্টি করে দীন ইসলামেরসহ ৫-৬টি বাড়ি ভাঙচুর করে।

এতে ককটেলের আঘাতে দীন ইসলামসহ ১৫-১৬ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে উত্তর রসুলপুর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।  

অভিযোগ রয়েছে উত্তর রসুলপুর এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীকে শেল্টার দিচ্ছে দীন ইসলামসহ আরো কয়েকজন। আর কদমতলীর মাদক ব্যবসায়ী ইমরান ও বিল্লালের বোনের বাড়ি রসুলপুর হওয়ার সুবাদে তারা এলাকায় মাদক ব্যবসা শুরু করে।

এতে করে রসুলপুরের মাদক ব্যবসায়ীরা তাদেরকে অন্য এলাকা থেকে এসে মাদক ব্যবসার বাধা প্রদান করে। এই নিয়ে তাদের মধ্যে সৃষ্টি হয় বিরোধ। গত কয়েকদিন আগে কদমতলী থানা পুলিশকে নিয়ে দীন ইসলামের নেতৃত্বে ইমরান ও বিল্লাল বাহিনীর বিরুদ্ধে মাদক বিরোধী মিছিল বের হয়।

এতে তারা ক্ষীপ্ত হয়ে দীন ইসলাম বাহিনীকে ঘায়েল করার চেষ্টা করে। বৃহস্পতিবার রাতে ইমরান-বিল্লাল গ্রুপের লোকজন কদমতলী হতে এসে রসুলপুরে মাদক বিক্রি করায় তাদের প্রতিপক্ষ দীন ইসলাম গ্রুপ বাধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

পরে ইমরান-বিল্লাল গ্রুপের আরো লোকজন এসে ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এসময় ককটেলে স্প্লিন্টারের আঘাতে বেশ কয়েকজন আহত হন।     

ঘনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কদমতলীর কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে রসুলপুরের লোকদের পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত মাদক ব্যবসা নিয়েই এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কদমতলীর মাদক ব্যবসায়ী ইমরান, বিল্লালের বোন ও ভগ্নিপতিকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।  

শাহাদাত হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।