গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
মুন্সীগঞ্জের গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকায় অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে গাড়ি চাপায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ভবেরচর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কল্যাণ সাহা জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকায় জিএমআই ইন্ডাস্ট্রির সামনে রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে। মরদেহটির এখনো কোনো পরিচয় জানা যায়নি। মরদেহটি গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর