গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


প্রকাশিত: ০৫:৫৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

মুন্সীগঞ্জের গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকায় অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে গাড়ি চাপায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ভবেরচর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কল্যাণ সাহা জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকায় জিএমআই ইন্ডাস্ট্রির সামনে রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে। মরদেহটির এখনো কোনো পরিচয় জানা যায়নি। মরদেহটি গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।