ঠাকুরগাঁও পুলিশ সুপারের কবিতার বই ‘মানুষ’


প্রকাশিত: ০৭:২৬ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদের ‘মানুষ’ নামের ৫ম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের বাসভবনে কাব্য গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তার মা ফাতেমা আহমেদ। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার কবি ফারহাত আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ, ফারহাত আহমেদের বাবা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর ফারুক উদ্দিন আহমেদ, চাচা চিকিৎসক কামাল আহমেদ, চাচি ডা. পারভীন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, বইয়ের প্রকাশক ড. গোলাম সারোয়ার সম্রাট, সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলু ও ফজলে ইমাম বুলবুল।

এর আগে পুলিশ সুপার ফারহাত আহমেদের অর্ধসত্য, বিশ, কৃষ্ণকাব্য ও বাঘ বাঙ্গালি নামে ৪টি কবিতার বই প্রকাশিত হয়।

রবিউল এহসান রিপন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।