ঠাকুরগাঁওয়ে দুই গ্রামে বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের মন্ডলপাড়া ও শুকানীপাড়া গ্রামে পল্লীবিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।
এ সময় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজার ইনছের আলী, আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ সরকার প্রতিনিয়ত উন্নয়ন করছে বলে আজ বিরোধীদের হিংসা হচ্ছে। এই বিদ্যুৎ সংযোগ নিয়ে একটি স্বার্থবাদী মহল অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু কোনো লাভ হয়নি। আমরা উন্নয়ন করতেই থাকবো আর তারা নিজেরাই হিংসায় জ্বলবে। তাই যড়যন্ত্রকারীদের কথায় কান না দিয়ে সবাইকে আওয়ামী লীগের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে ১১১টি পরিবার ও ১টি প্রতিষ্ঠানে নতুন করে বিদ্যুৎ-সংযোগ দেয়ায় দুটি গ্রামের হাজারও মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করবে।
মো: রবিউল এহসান রিপন/এএম/জেআইএম