পিকআপ চাপায় ইউপি সদস্য নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:৫৫ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পিকআপভ্যান চাপায় ফয়জুর রহমান ফজলু (৫০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
 
শনিবার রাত ১০টার দিকে কুলাউড়া-বড়লেখা সিঅ্যান্ডবি সড়কের মানিকসিংহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
ফয়জুর রহমান ফজলু তালিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়জুর রাতে ব্যক্তিগত কাজ শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে মানিকসিংহ নামক স্থানের ব্রিজ অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ইউপি সদস্য ফয়জুর পার্শ্ববর্তী খাদে ছিটকে পড়েন।
 
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস জানান, রাত ১২টায় হাসপাতাল থেকে নিহত ইউপি মেম্বার ফয়জুরের মরদেহ তিনি গ্রহণ করেছেন।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।