কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা : সুজন সম্পাদক
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা যদি আমাদের কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন না আনি, গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর না করি তাহলে গণতন্ত্র থাকবে না। এর পরিবর্তে মৌলবাদ ও ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি হবে।
রোববার পিরোজপুর সুজন জেলা শাখার আয়োজনে ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও নাগরিক ভাবনা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুজন সম্পাদক।
তিনি বলেন, আমরা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি সুসংহত না করি, যদি আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব নিরসন না করি, এ উগ্রবাদের বিরুদ্ধে সফলভাবে না দাঁড়াই তবে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে পারে।
স্থানীয় গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজনের জেলা শাখার সভাপতি মুনিরুজ্জামান নাসিম।
এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুজনের সমন্বয়ক মো. দিলীপ কুমার সরকার, আ. জলিল আকন, গৌতম রায় চৌধুরী, আলমগীর হোসেন, সাহিদা বারেক, সাইদুল ইসলাম কিসমত, আ. সালাম বাতেন, সিকদার চান, সাদুল্লাহ লিটন ও শিরিনা আফরোজ প্রমুখ।
হাসান মামুন/এএম/জেআইএম