চুয়াডাঙ্গায় আ.লীগ কর্মীকে গলা কেটে হত্যাচেষ্টা
চুয়াডাঙ্গায় মাদকের টাকা না দেয়ায় আ. লীগ কর্মী আব্দুল মমিনকে (৩০) গলা কেটে হত্যা করার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ আ.মী লীগ কর্মী মাহাবুল। শনিবার গভীর রাতে সদর উপজেলার সীমান্তবর্তী রাঙ্গিয়ারপোতা নতুনপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল মমিন জীবননগর উপজেলার শিংনগর গ্রামের মেহের আলীর ছেলে। তিনি মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল মমিনকে শনিবার দিবাগত রাত ১২ টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পার্শ্ববর্তী রাঙ্গিয়ারপোতা গ্রামের ইজাজুল মণ্ডলের ছেলে মাহাবুল ও তার সহযোগীরা। এরপর মাহাবুল-মমিনের কাছে মাদকের পাওনা টাকা দেয়ার জন্য বলে। মমিন দিতে অস্বীকৃতি জানালে মাহাবুল ক্ষিপ্ত হয়ে মমিনের গলা কেটে হত্যা করার চেষ্টা করে। এসময় মমিনের চিৎকার মাহাবুল ও সহযোগীরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে আশাঙ্কজনক অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
আহতের ভাই মনিরুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
এসএইচএ/এমএস