স্বামী প্রথম স্ত্রীর সঙ্গে কথা বলায় ২য় স্ত্রীর আত্মহত্যা


প্রকাশিত: ০২:২৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বামী নূরুল আমীন প্রথম স্ত্রীর সঙ্গে কথা বলায় ২য় স্ত্রী হাফিজা আক্তার রোমানা (২০) আত্মহত্যা করেছেন।

এঘটনায় ওই নববধূর স্বামী নূরুল আমিনকে পুলিশ গ্রেফতার করেছে।

গত সাত মাস আগে প্রথম স্ত্রীর কথা গোপন করে বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামের মো. নূরুল আমীন মঠবাড়িয়ার খেতাছিড়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে হাফিজা আক্তার রোমানাকে বিয়ে করে। পরে রোমানা জানতে পারেন তার স্বামীর আরও এক স্ত্রী রয়েছে।

বিয়ের মাসখানের পর বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। এরপর গত রোববার নূরুল আমীন মঠবাড়িয়ার খেতাছিড়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। সেখান থেকে সে তার প্রথম স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। এ নিয়ে নূরুল আমীনের সঙ্গে স্ত্রী রোমানার বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে স্বামী নূরুল আমীনের মোবাইল ফোন ছিনিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলায় নূরুল আমীন রোমানাকে মারধর করে বলে জানা যায়।

এ ঘটনায় রোমানা ওইদিন দুপুরের দিকে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে সোমবার পিরোজপুর মর্গে পাঠায়।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সোমবার বিকেলে এ ঘটনায় মেয়েটির বাবা জাহাঙ্গীর হাওলাদার বাদী হয়ে নূরুল আমীনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

হাসান মামুন/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।