ভাষা দিবসে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীরা পেল মাতৃভাষার বই


প্রকাশিত: ০৪:০০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীরা পেল মাতৃভাষার বই। দেরিতে হলেও স্ব স্ব মাতৃভাষায় প্রণীত প্রাক-প্রাথমিকের বই পেয়ে উচ্ছ্বসিত দেখা গেছে শিক্ষার্থীদের। মাতৃভাষার বই হাতে শিক্ষার্থীদের চোখে-মুখে উচ্ছাস লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা শহরের খাগড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের হাতে মাতৃভাষার বই বিতরণ তুলে দেন।

kha

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বর্তমান সরকারের ফলেই এ বছর থেকে প্রথমবারের মতো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থা। মাতৃভাষায় প্রণীত বই বিতরণের মধ্য দিয়ে স্ব স্ব মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি হলো।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।