চুয়াডাঙ্গায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা


প্রকাশিত: ০৬:০০ এএম, ০৬ এপ্রিল ২০১৫

চুয়াডাঙ্গা সদর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রী সালমা পারভীনকে (৩৫) হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। রোববার রাত ৯টার দিকে সুকদিয়া কাচারীপাড়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সালমা পারভীন সদর উপজেলার আলোকদিয়া বাজার পাড়ার মৃত আছির উদ্দীনের মেয়ে।  ঘটনার পর থেকে ঘাতক স্বামী উজ্জল হোসেন পলাতক রয়েছে।

এলাকাবাসী জানায়, রোববার রাতে উজ্জল হোসেন যৌতুকের দাবি করে  তার স্ত্রী সালমা পারভীনকে বাবার বাড়ি থেকে জমি বিক্রয় করে দেড় লক্ষ টাকা নিয়ে আসার জন্য বলে। টাকা আনতে অস্বীকৃতি জানালে উজ্জল ক্ষিপ্ত হয়ে সালমা পারভীনকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পিছনের গাছের সাথে ঝুলিয়ে রাখে।

এলাকাবাসী বাড়ির পিছনের গাছে সালমার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত ১ টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠান।

নিহত সালমা পারভীনের মা কুলসুম খাতুন জানান,  উজ্জল হোসেন দেড় লক্ষ টাকা যৌতুকের দাবিতে প্রায়ই তার মেয়ে সালমাকে নির্যাতন করে আসছে। ঘটনার দিন জমি বিক্রি করে টাকা আনতে বললে সালমা রাজি না হওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে। 

সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সেকেন্দার আলী জানান, নিহত সালমা পারভীনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। ঘটনার পর থেকে স্বামী উজ্জল পলাতক রয়েছে বলে তিনি জানান।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।