চালকের সাজার প্রতিবাদে ঝিনাইদহে সড়ক অবরোধ


প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ পাঁচজন নিহত হওয়ার জন্য দায়ী বাসচালক জামির হোসেনের সাজার প্রতিবাদে ঝিনাইদহে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।

বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শ্রমিকেরা। এ সময় রাস্তায় ব্যারিকেড দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে রাস্তার দুই পাশে যানবাহন আটকা পড়ে।

ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের পর সমাবেশ করে শ্রমিকরা। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ।

বক্তারা, অবিলম্বে দণ্ডপ্রাপ্ত চালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।