এএসআইকে কুপিয়ে জখম : গ্রেফতার ২


প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

পিরোজপুরের গোয়েন্দা পুলিশের এক এএসআইকে কুপিয়ে জখম করেছে মাদক বিক্রেতারা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আহত পুলিশের এএসআই মো. মঈনুদ্দীনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে  পৌরসভার ধূপপাশার এলাকায় এ ঘটনা বলে জানিয়েছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল হাসান।

আটকরা হলেন, শহর মাছিমপুরের মৃত আমজাদ হোসেনের ছেলে আরিফুল ইসলাম বাবু (৩০), ধুপপাশার আলম মোল্লার ছেলে সাব্বির হোসেন রাজন (২৫)।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল হাসান বলেন, বরিশাল রেঞ্জে মাদকবিরোধী অভিযান জোরদার করার লক্ষে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এর ধারাবাহিকতায় ডিবি পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে মাকদবিরোধী অভিযান চলাকালে এএসআই মো. মঈনুদ্দীনের ওপর মাদক ব্যবসায়ীরা হামালা চালিয়ে কুপিয়ে জখম করে।

তিনি পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই নূরুল আমিন বাদী হয়ে ৩ জনের নামসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

হাসান মামুন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।