এমপি লিটন হত্যায় আরেক আসামি গ্রেফতার
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলার এজাহারভুক্ত আরেক আসামি আনারুল ইসলাম রানাকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আনারুল ইসলাম রানা সুন্দরগঞ্জ উপজেলার ভেলারায় কাজীর ভিটি গ্রামের বাসিন্দা।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য আজই তাকে আদালতে নেয়া হবে।
তিনি জানান, লিটন হত্যাকাণ্ডে হান্নান, মেহেদী, শাহীন ও রানা অংশ নেয়। এর আগে মঙ্গলবার ভোরে গাইবান্ধা শহরের ব্রিজ রোড এলাকা থেকে হান্নান, মেহদী ও শাহীনকে গ্রেফতার করা হয়। আদালতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পলাতক রানাকে ঢাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।
আরএআর/জেআইএম