বাঘাইছড়িতে গ্রেফতার ছাত্রলীগ নেতাদের জামিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে সরকারি কাজে বাধা দেয়া ও রাস্তায় ব্যারিকেড দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যলয় শাখার ৫ ছাত্রলীগ নেতাসহ বাঘাইছড়িতে গ্রেফতার ৭ জনকে জামিন দিয়েছেন আদালত।

গ্রেফতারের ৭ দিন পর রোববার দুপুরে জামিনে ছাড়া পেলেন তারা। ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের পরদিন তাদের গ্রেফতার করে পুলিশ ও বিজিবি।

তারা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. বায়েজিদ, আফজাল হোসেন, নুর ইসলাম, তাসরিফুল হোসেন, দেলোয়ার হোসেন, মো. ওসমান ও মো. রাকিবুল ইসলাম।

আদালত সূত্র জানায়, সরকারি কাজে বাধা ও নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় মামলা করে পুলিশ।

রোববার গ্রেফতারদের আদালতে হাজির করা হলে আসামিদের পক্ষে জামিন আবেদন করা হয়। পাশাপাশি ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

এতে পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করে গ্রেফতার ৭ জনের জামিন মঞ্জুর করেন রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী। বিকেলে কোর্ট পরিদর্শক আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

সুশীল প্রসাদ চাকমা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।