পাটগ্রামে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার


প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী

লালমনিরহাটের পাটগ্রামে ইয়াবাসহ শাকিল আহমেদ (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাকিল পাটগ্রাম পৌর এলাকার ৮নং ওয়ার্ড শাখার ছাত্রলীগের সভাপতি। তিনি স্টেশন পাড়া এলাকার মৃত রেজাউল করিমের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার বুড়িমারী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করায় শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে পাটগ্রাম পৌর ছাত্রলীগের সভাপতি দেবাশীষ কুমার রায় বলেন, শাকিল আহমেদ পৌরসভার ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। কিন্তু বর্তমানে তিনি শ্রমিক সংগঠন করেন। এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হননি দেবাশীষ কুমার।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে জিরো টলারেন্স ভুমিকা পালন করছে পুলিশ। এতে যত বড়ই রাঘব-বোয়াল জড়িত থাক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।