শিশুকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ মিছিলে তাণ্ডব
পিরোজপুরের নাজিরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার বিচারের দাবিতে মিছিল করতে চাইলে মিছিলের এক নারীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এর প্রতিবাদে স্থানীয়রা ওই বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন বলেও জানা গেছে।
হামলার শিকার উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার জানান, উপজেলার ৮নং বৈবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় বিচারের দাবিতে রোববার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ তাদের অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন।
শিক্ষার্থী ও অভিভাবকরা মিছিলের উদ্দেশ্যে বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনতে গেলে প্রধান শিক্ষক তাতে বাধা দেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না মৌলির কাছে বাধা দেয়ার কারণ জানতে চাইলে তিনি তাকে (নাছরিন) মারধর করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান গেটসহ শিক্ষক কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে স্থানীয় মাটিভাংগা ফাঁড়ি পুলিশের সার্কেল অফিসার (সিও) মুজিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দেন।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীদের মিছিলে নিতে চাইলে আমি তাতে বাধা দিয়েছি।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে একই এলাকার আকরাম আলী শেখ (৬৫) নামের এক বৃদ্ধ ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ওই বৃদ্ধকে আটক করে থানা পুলিশ।
হাসান মামুন/এফএ/এমএস