শরীয়তপুরে ৮ মণ জাটকা জব্দ


প্রকাশিত: ০৬:১১ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

শরীয়তপুর পৌরসভার প্রেমতালা থেকে নসিমন বোঝাই ৮ মণ জাটকা জব্দ করেছে শরীয়তপুর ডিএসবি পুলিশ।

এ ঘটনায় মাছ বহনকারী ও জাটকা ব্যবসায়ী ৪ জনকে আটক করা হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে এসব জাটকা জব্দ করা হয়।

আটকরা হলেন, গোসাইরহাট উপজেলার পাঁচকাঠি গ্রামের মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে কুদ্দুস হাওলাদার (৬৫), ডামুড্যা উপজেলার চর ডেঙ্গাবাড়ি গ্রামের সিতু কাজির ছেলে রঞ্জন কাজি (৩০), ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া গ্রামের হাচেন আলী মোল্যার ছেলে দেলোয়ার হোসেন মোল্যা (৩০) ও উত্তর তারাবুনিয়া সুরির চর গ্রামের জমির মোল্যার ছেলে হারুন মোল্যা (৩০)।

শরীয়তপুরের ডিআইওয়ান মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, সোমবার ভোর ৪টার দিকে শরীয়তপুর পৌরসভার প্রেমতলা থেকে অভিযান চালিয়ে ৮ মণ জাটকাসহ জাটকা ব্যবসায়ী ও বহনকারী নসিমন ড্রাইভারকে আটক করে ডিএসবি।

আটক ৪ জনের প্রত্যেককে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পুলিশের উপস্থিতিতে জব্দকৃত জাটকা এতিমখানা, বিদ্যালয় ও মাদরাসার গরিব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

মো. ছগির হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।