শরীয়তপুরে ৮০ মণ জাটকা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর মাদরাসার সামনের সড়ক থেকে পিকআপ ভ্যান, নসিমন ও ইজি বাইক বোঝাই ৮০ মণ জাটকা জব্দ করেছে ডামুড্যা উপজেলা মৎস বিভাগ।

এ ঘটনায় মাছ বহনকারী ও জাটকা ব্যবসায়ী ১৬ জনকে আটক করা হয়েছে। রোববার রাত ৩টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

ডামুড্যা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ডামুড্যা উপজেলার নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় জানান, রোববার রাত ৩টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগের ৭ জনের একটি দল ৩ ঘণ্টা অভিযান চালিয়ে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর মাদরাসার সামনের সড়ক  থেকে ৮০ মণ জাটকাসহ জাটকা ব্যবসায়ী ও বহনকারী নসিমন ড্রাইভারকে আটক করেন।

আটকরা হলেন, জেলার গোসাইরহাট উপজেলার মহিষকান্দি গ্রামের ছাদেক বেপারীর ছেলে সোহেল বেপারী (৩১), পট্রি গ্রামের মৃত. খলিল সরদারের ছেলে হেলাল সরদার (৩০), বিশকাঠালী গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে মকবুল হোসেন (৩২), ওহাব দেওয়ান পাড়া গ্রামের আলী আহাম্মদ দেওয়ানের ছেলে শাহ পরান দেওয়ান (৩২), হানিফ বেপারী কান্দি গ্রামের জামাল বেপারীর ছেলে দ্বীন মোহাম্মদ (৩৫)।

খান পাড়া গ্রামের মৃত. মোস্তফা খানের ছেলে সুমন মিয়া খান (৩০), মধ্য দেওয়ান পাড়া গ্রামের জয়নাল আবেদীন দেওয়ানের ছেলে খোকন দেওয়ান (২৯), গাটা খান গ্রামের আলীম উদ্দিন ঢালীর ছেলে জাকির হোসেন ঢালী (৩০), বরিশাল জেলার আশা গ্রামের আব্দুল বারেক চৌধুরীর ছেলে মোসলেম উদ্দিন চৌধুরী (৩০), পূর্ব সুলতানি উলানিয়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে সেলিম সরদার (৩২), হানিফ হাওলাদারের ছেলে মহিউদ্দিন হাওলাদার (৩৪)।

চর আবুপুর গ্রামের মৃত. গনি মাদবরের ছেলে জামাল মাদবর (৩০), চাঁদপুর জেলার লতিফ খার কান্দি গ্রামের মরন গামীর ছেলে ইয়াকুব গামী (৩০), জেলার ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামের হাসেম মালের ছেলে সুমন মাল (৩০), ভেদরগঞ্জ উপজেলার রহিম বেপারী কান্দি গ্রামের আলী আজগরের ছেলে আবুল কাসেম (৩৪), সামসুল সরদার কান্দি গ্রামের মৃত মোনায়েম ঢালীর ছেলে ওয়াসিম ঢালী (৩০)।

আটক ১৬ জনের প্রত্যেককে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

ডামুড্যা থানা পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারির উপস্থিতিতে জব্দকৃত জাটকা এতিমখানা, বিদ্যালয় ও মাদরাসার গরিব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

মো. ছগির হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।