পৌর মেয়রকে গুলি করে হত্যাচেষ্টা : ছেলে আটক


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

ঝালকাঠিতে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স প্রদানের প্রতিবাদ করায় পৌর মেয়রকে গুলি করে হত্যাচেষ্টা চালানো হয়েছে। হত্যা চেষ্টার অভিযোগে বড় ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের স্বাক্ষর জাল করে টাকার বিনিময়ে ৫ শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশার ডুপ্লিকেট লাইসেন্স প্রদান করে বড় ছেলে। সম্প্রতি এই নিয়ে মেয়র ও বড় ছেলের মধ্যে পৌর কার্যালয়েই বাগ-বিতণ্ডা হয়।

পরে মেয়রের মেঝো ছেলে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার পৌর কার্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিকেল সাড়ে ৫টার দিকে একই বিষয় নিয়ে পুনরায় বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে বাবাকে দুই রাউন্ড গুলি করে। এসময় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। মেয়র লিয়াকত আলী তালুকদার থানা পুলিশকে ফোন দিয়ে মৌখিকভাবে হত্যা চেষ্টার অভিযোগ করেন তার ছেলের বিরুদ্ধে। থানা পুলিশ পৌর মেয়রের বড় ছেলে আমিনুল ইসলাম লিটন তালুদারকে আটক করে।

সদর থানা পুলিশের এসআই হারুন জানান, পারিবারিক ঘটনায় লিটন তালুকদারকে থানায় আনা হয়েছে। সে রকম কোনো ঘটনা ঘটেনি।

আতিকুর রহমান/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।