মাওয়ায় দুই পিকআপের সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ০২:৩৬ এএম, ০১ মার্চ ২০১৭

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানান, ঢাকা থেকে একটি পিকআপ বাসা পরিবর্তনের জন্য মালামাল নিয়ে পিরোজপুর যাচ্ছিল এবং মাওয়া থেকে সবজি বোঝাই একটি পিকাপ ঢাকা যাচ্ছিল।

পথিমধ্যে সমষপুর এলাকায় দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে ঢাকাগামী পিকাপটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে জামাল হাওলাদার (৫৫) নিহত হন ও আরো অন্তত ৩ জন আহত হন।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, নিহত জামাল পিরোজপুর জেলার কালীপাড়া গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন একজন পিকআপ চালক।

নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকাপ গুলো পুলিশ হেফাজতে রয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।