ঝিনাইদহে ৯ বোমাসহ গ্রেফতার ৩


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ০২ মার্চ ২০১৭

ঝিনাইদহে মোট ৯টি বোমাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন জামায়াত কর্মী ও একজন পুলিশের তালিকাভুক্ত আসামি বলে জানা গেছে।

জেলার কোটচাদপুর থেকে বুধবার রাতে অভিযান চালিয়ে ৪টি বোমাসহ দুই জামায়াত কর্মীকে আটক করে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতার উদ্দেশ্যে ২০ থেকে ২৫ জন জামায়াত নেতা কর্মী সাফদারপুর আখ সেন্টারের পাশে মাঠের মধ্যে গোপন মিটিং করছে। এমন সংবাদের ভিত্তিতে সেসময় কোটচাদপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়।

পরে সাইফুল ইসলাম (৩০) ও সাদেক আলী নামে দুইজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৪টি হাতবোমা উদ্ধার করা হয়।

আটক সাইফুল ইসলাম সোহাগী গ্রামের মো. জালাল ফুরসুরির ছেলে ও সাদেক আলী একই গ্রামের রহিম বক্সের ছেলে। তাদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে ঝিনাইদহের মহেশপুর থেকে ৫টি বোমাসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ।

মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, মো. ইকবাল হোসেন ঢালী নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসী দির্ঘদিন যাবৎ পালিয়ে বেড়াচ্ছিল। সাধারণ জনগণ সন্ত্রাসী ইকবাল হোসেন ঢালীকে ধরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে আসামিকে গ্রেফতার।

থানায় জিজ্ঞাসাবাদের এক পর্যয়ে ইকবাল হোসেন ঢালীর স্বীকারোক্তি মোতাবেক তার বাসার ভিতর থেকে ৫টি হাতবোমা উদ্ধার করা হয়। আসামির বিরূদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।