তারা আজ মফিজ নেই, সবার হাতে স্মার্টফোন : সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় উত্তরাঞ্চলের মানুষজনকে মফিজ আখ্যায়িত করে অবহেলার চোখে দেখা হয়েছিল। তারা কখনো চায়নি এই অঞ্চলের মানুষজনের ভাগ্য পরিবর্তন হোক। তবে বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে উত্তরাঞ্চলের মঙ্গা দূর করেছে এবং সাধারণ মানুষজনের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার যাদের মফিজ বলেছিল, তারা আজ মফিজ নেই। তাদের সবার হাতে স্মার্ট মোবাইল ফোন। এখন আর উত্তরাঞ্চলে অভাব নেই। এই এলাকার মানুষদেরকেও আর কেউ মফিজ বলে না। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অবদান।
মফিজ সর্ম্পকে ব্যাখ্যা দিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এই অঞ্চলের মানুষজনকে মফিজ বলে আখ্যায়িত করেছিলেন।
বৃহস্পতিবার নীলফামারীর ডোমারে ৮৬ লাখ টাকা ব্যয়ে বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী।
তিনি বলেন, আগে সার নেয়ার জন্য মানুষ বিএনপি নেতাদের বাড়ি বাড়ি সারের স্লিপ নেয়ার জন্য ঘুরতো। কিন্তু এখন আর কোনো নেতার পেছনে ঘুরতে হয় না। সহজেই কৃষকরা সার বীজ হাত বাড়ালে পেয়ে যাচ্ছে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু ইসলামের নামে কিছু উগ্রপন্থী জঙ্গি মানুষ হত্যা করেছে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না। বর্তমান সরকার জঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করেছে।
বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান ও ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা এলজিআরডি’র নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, জেলা সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা প্রমুখ।
জাহেদুল ইসলাম/এএম/জেআইএম