মেঘনার ১শ কিলোমিটার এলাকায় মাছ ধরা বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৪ মার্চ ২০১৭

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল হতে লক্ষীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১শ কিলোমিটার মেঘনা নদীর এলাকায় দু’মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

দেশের ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় ২০০৬ সাল থেকে চাঁদপুরের মেঘনাসহ দেশের ৪টি অঞ্চলে মার্চ এপ্রিল দু’মাস ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার ও লক্ষীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত ৪০ কিলোমিটার মেঘনা নদী অভয়াশ্রমের অন্তর্ভুক্ত।

এসময় ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। জেলেরা কোনো প্রকার জাল নিয়ে নদীতে নামতে পারবে না। কিন্তু সরকারি নিষেধজ্ঞা উপেক্ষা হচ্ছে সেখানে। জেলেরা মানছে না মানা। মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নৌকা নিয়ে জেলেদের মাছ শিকার করতে দেখা গেছে। মতলব উত্তরের মাছের আড়ৎগুলোতে প্রকাশ্যে ওইসব মাছ বিক্রিও হচ্ছে।

শনিবার বিকেলে সরেজমিনে মেঘনার অভয়াশ্রমের এখলাছপুর থেকে ষাটনল মেঘনার তীর ঘুরে দেখা গেছে, এ অঞ্চলের মেঘনায় মাছের বিচরণের জন্য নিরাপদ বা মাছের অভয়াশ্রম বলে মনে হয়নি। জেলেরা জাল দিয়ে নদীতে মাছ শিকার করছে। এখলাছপুর থেকে ষাটনল অঞ্চলের মেঘনায় জেলেদেরকে  মাছ ধরতে দেখা গেছে।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম জানান, নদীতে কোনো জেলে এখন মাছ ধরতে নামতে পারবে না। নদীতে অভিযান পরিচালিত হচ্ছে। জেলেরা সরকারি আদেশ না মানলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।