এমপি লিটন হত্যায় কাদের খানের পিএস গ্রেফতার


প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৫ মার্চ ২০১৭

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সাবেক এমপি (অব.) কর্নেল ডা. আবদুল কাদের খানের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. শামছুজ্জোহা সরকার ওরফে জোহাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শামছুজ্জোহা সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের আবদুল জোব্বারের ছেলে। সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা বাজারে তার রড-সিমেন্টের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

২০০৮ সালে কাদের খান সংসদ সদস্য নির্বাচিত হলে শামসুজ্জোহাকে তার ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে নিয়োগ দেন।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক জানান, শামছুজ্জোহাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এমপি লিটন হত্যায় সরাসরি অংশগ্রহণকারী চার কিলার ও এ মামলায় গ্রেফতার আবদুল কাদের খানের আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে শামছুজ্জোহাকে গত সাত দিন ধরে পুলিশের নজরদারিতে রাখা হয়। এরপর ওই হত্যার ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় পর রোববার তাকে গ্রেফতার করা হল।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামানডাঙ্গায় নিজ বাসভবনে গুলিবিদ্ধ হন এমপি লিটন। পরে রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদি হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ১ ডিসেম্বর সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।