ঝিনাইদহ যুবদলের সভাপতি রনক সম্পাদক সুজন


প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৬ মার্চ ২০১৭

ঝিনাইদহে দীর্ঘ ৬ বছর পর জেলা যুবদলের কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় স্থানীয় কে. আহমেদ পৌর কমিউনিটি সেন্টারে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব রনকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি মশিউর রহমান।

এতে যুবদলের সভাপতি হিসেবে আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন ও সাংগঠনিক সম্পাদক হিসাবে মীর ফজলে এলাহীর নাম ঘোষণা করা হয়।

কর্মীসভায় জেলা বিএনপি, যুবদল ও তার অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ জেলার ৬ উপজেলা থেকে কাউন্সিলরবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মীসভায় প্রধান অতিথি মশিউর রহমান আশা প্রকাশ করেন, যুবদলের নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রামে খালেদা জিয়ার হাত আরও বেশি শক্তিশালী হবে।

আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।