সোনাইমুড়ী আই হসপিটাল পরিদর্শনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
নোয়াখালীর সোনাইমুড়ী অন্ধকল্যাণ সমিতির আই হসপিটাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। সোমবার দুপুরে হসপিটাল পরিদর্শন করেন তিনি।
সমিতির কার্যকরী সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে এবং সমিতির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান বাহারের সঞ্চলানায় সার্বিক উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল, পৌরসভা মেয়র মোতাহের হোসেন মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবু, পৌরসভা প্যানেল মেয়র- জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা প্রমুখ।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম তার বক্তব্যে আই হসপিটালে নিজস্ব অর্থে একটি কেবিন এবং আজীবন দাতা সদস্যপদ গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি হাসপিটালের প্রশাসনিক কাজে বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য একটি গাড়ি প্রদানসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
মিজানুর রহমান/এএম/পিআর