নির্বাহী প্রকৌশলীকে অবরুদ্ধ করে রাস্তা সংস্কারের দাবি


প্রকাশিত: ০৯:১০ এএম, ০৯ মার্চ ২০১৭

ঝিনাইদহে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, জনপদ ভবন ঘেরাও ও নির্বাহী প্রকৌশলীর কক্ষে তালা দিয়ে বিক্ষোভ করেছে ছাত্ররা।

দীর্ঘদিন যাবৎ শহরের কেসি কলেজের সামনের রাস্তাসহ বেশকিছু রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তাগুলো সংস্করণের দাবি জানিয়ে আসছিল সাধারণ মানুষসহ কেসি কলেজের ছাত্র ছাত্রীরা।

Photo

কিন্তু রাস্তাটি সংস্করণের কোনো উদ্যোগই এখন পর্যন্ত কর্তৃপক্ষ না নেয়ায় বৃহস্পতিবার সকালে কেসি কলেজের সাধারণ ছাত্র ছাত্রীরা এই বিক্ষোভ মিছিল ও সড়ক ভবন ঘেরাও কর্মসূচি পালন করে।
 
এসময় ছাত্র ছাত্রীরা নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা করতে গেলে তার কক্ষ বন্ধ থাকায় বিক্ষোভরত ছাত্র ছাত্রীরা কক্ষের বাইরে থেকে তালা লাগিয়ে নির্বাহী প্রকৌশলীকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে তালা ভেঙে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।