নোয়াখালীকে বিভাগ করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি


প্রকাশিত: ১১:০৪ এএম, ১১ মার্চ ২০১৭

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছে বৃহত্তর নোয়াখালী (লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনী)। তারই ধারাবাহিকতায় রোববার নোয়াখালী জেলা শহর মাইজদীতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালনের লক্ষে শনিবার বিকেল সাড়ে ৩টায় নোয়াখালী প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে নোয়াখালী পেইজ ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদ।

এ সময় বক্তব্য রাখেন, অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নোয়াখালী পেইজ’র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদের সদস্য সহিদ সারওয়ার মুকুল।

তারা বলেন, দেশকে মধ্যমআয়ের দেশে পরিণত করতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি, বেসরকারি তথ্য ও সেবা পৌঁছানোর প্রক্রিয়া বা মাধ্যম সৃষ্টি করা সম্ভব। আর এর মধ্য দিয়ে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে সুষম উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।

তারা বলেন, বৃহত্তর নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের দাবি নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা। নোয়াখালীকে বিভাগ করে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি পূরণের দাবি জানান তারা।

এ জন্য আগামীকাল রোববার (১২ মার্চ) সকাল ১০টার সময় জেলা শহরে আয়োজিত মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান তারা।

মিজানুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।