স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো নিখোঁজ কচ্ছপ সাতক্ষীরায় উদ্ধার


প্রকাশিত: ০৪:৪৩ এএম, ১৩ মার্চ ২০১৭

গবেষণা কাজে নিয়োজিত স্যাটেলাইট ট্রান্সমিটার সিস্টেম বসানো নিখোঁজ বাসকা কচ্ছপটি সাতক্ষীরার তালা উপজেলার টিআরএম (পাখিমারা) বিলে উদ্ধার হয়েছে। সোমবার সকালে কচ্ছপটি এক জেলের জালে আটকা পড়ে।

এর আগে ১২ ফেব্রুয়ারি দুটি বাসকা কচ্ছপের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে বঙ্গোপসাগরে ছেড়ে দেয়া হয়। বাসকা কচ্ছপের স্বভাব, খাদ্যাভ্যাস, বিচরণক্ষেত্র ও জীবনযাপন সম্পর্কে জানতে এ কচ্ছপ দুটির পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার সিস্টেম স্থাপন করা হয়। কিন্তু হঠাৎ একটি নিখোঁজ হয়।

satkhira

এ ব্যাপারে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম জানিয়েছিলেন, একটি কচ্ছপ নিখোঁজ হয়েছে। অন্যটি সাগর ও সুন্দরবন ঘুরে ছবি পাঠাচ্ছে। এর ফলে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে আগত কচ্ছপের জীবনযাপন সম্পর্কে তথ্য ও ছবি সংগ্রহ করা সম্ভব হচ্ছে। কচ্ছপটি হয়তো এমন জায়গায় আছে, যেখানে নেটওয়ার্ক কাজ করছে না। তবে একে ফেরত পাওয়ার সম্ভাবনা আছে।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, কচ্ছপটি জেলেদের জালে ধরা পড়ার পর তারা বাড়িতে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে কচ্ছপটি উদ্ধার করে তালা থানায় নিয়ে আসা হয়েছে। জেনেছি কচ্ছপটি গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছিলো। কিন্তু নিখোঁজ হয়।

এদিকে, উদ্ধার হওয়া কচ্ছপটি দুপুর ২টার সময় বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার বিভাগীয় কর্মকর্তা মো. মোদিনুল আহসানের প্রতিনিধি মো. লুৎফর পারভেজের নিকট হস্তান্তর করেছে তালা থানা পুলিশ। এ ব্যাপারে তালা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। যার নম্বর ৩৯৮।

হস্তান্তরের সময় তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান, খেশরা ইউপি চেয়ারম্যান রাজীব হোসেন রাজু, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।