জাটকা ধরায় ১৯ জেলের কারাদণ্ড


প্রকাশিত: ০৫:৫৩ এএম, ১৩ মার্চ ২০১৭

চাঁদপুরে অভয়াশ্রমে নিষেধাজ্ঞা সত্তেও রাতের আধারে জাটকা নিধনের অপরাধে মুন্সীগঞ্জ ও শরীয়তপুরের ১৯ জেলেকে আটক করে ২ বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা মো. সফিকুর রহমান জাগো নিউজকে জানান, রোববার রাত ১টায় চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে ইলিশ রক্ষায় সরকার কতৃক নিষিদ্ধ অভয়শ্রামে জাটকা নিধনের অপরাধে জেলা জাটকা সংরক্ষণ ট্রাস্কফোর্স অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের ১৯ জেলেকে আটক করে।

আজ সোমবার সকালে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো. মঈনউদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৯ জেলের প্রত্যেককে ২ বছরের কারাদণ্ড দেন। এসময় ট্রাস্কফোর্সের অভিযানের সময় নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও হাইমচর উপজেলার সিনিয়র ম্যসৎ কর্মকর্তা মো. মাহাবুব রশিদ উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত জেলেরা হলেন, মুন্সিগঞ্জ কালিরচরের তিনার হোসেন(১৯) ও মো. রাশেদ (১৬), মুন্সিগঞ্জ চর আব্দুল­াপুরের মনির হোসেন (৪০), মো. রমজান ও মুজিবুর (৪২), শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জের জাহাঙ্গীর হাওলাদার (২৮), আলানুর (২৫) ও খবির হোসেন (২৩), সখিপুর হাওলাকান্দির মো. জলিল (২০), দক্ষিণ তÍক্ষুণিয়ার মো. সাহেদ (৩৮), খালেক গাজী (৩৬), সোলেমান (২২), সুমন (২১), নবীর হোসেন (২৬), মো. কুদ্দুছ আলী (২০), জাকির হোসেন (২৫), মো. মুসা মিঝি (৩০), হযরত আলী (২৫) ও মুনছুর আহমেদ (২৫)।

জেলা ম্যসৎ কর্মকর্তা মো. সফিকুর রহমানআরো জানান, অভয়শ্রামে নিষেধাজ্ঞা অমান্য করায় ইতোমধ্যে ৫২ জেলের কারাদণ্ড দেয়া হয়েছে। এদের মধ্যে শতকরা ৭০ ভাগ অন্য জেলার জেলে। রাতে ইঞ্জিন নৌকায় এসে মেঘনায় মাছ ধরতে চেষ্টা চালায় তারা।

ইকরাম চৌধুরী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।