ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ফরিদা


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ইসরাইল হোসেনের হস্তক্ষেপে ফরিদা খাতুন (১৪) নামে এক কিশোরী বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে।
 
বিষয়টি নিয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল হক জাগো নিউজকে জানান, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নের কশিগাড়ী গ্রামের মজমুল হকের মেয়ে ফরিদা খাতুন। তার সঙ্গে সোমবার উপজেলার দিওড় গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ফিরোজ কবিরের বিয়ের আয়োজন করা হয়।

উল্লেখ্য, দেওগা রিয়াজ উদ্দিন হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ফরিদা খাতুন।  

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধসহ বিয়ের আসর পণ্ড করে দেন। ওই গ্রামে একজন ইউপি সদস্য ও একজন ইউপি সদস্যা থাকার পরও তারা কেউই বাল্য বিয়েটি বন্ধের ব্যবস্থা গ্রহণ না করায় এই দুইজন দায়িত্ব পালনে ব্যর্থ বলে অভিযোগ তুলেছে স্থানীয়রাসহ প্রশাসন।

এমজেড/একে/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।