দিনাজপুরে পীর হত্যা : কুড়িগ্রামে আরেক ‘পীর’ আটক


প্রকাশিত: ০৬:১৯ এএম, ১৫ মার্চ ২০১৭

দিনাজপুরের বোচাগঞ্জে পীর ফরহাদ হাসান চৌধুরী ও তার গৃহপরিচারিকাকে হত্যার ঘটনায় কুড়িগ্রাম থেকে সন্দেহভাজন এছাহাক আলী (৫৭) নামে কথিত অপর এক পীরকে আটক করেছে কুড়িগ্রাম পুলিশ।

বুধবার ভোররাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজলোর সীমান্তবর্তী পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত পীর আজিম উদ্দিনের ছেলে। এছাহাক আলী দিনাজপুরে কথিত পীর ছিলেন।

কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে এছাহাক আলীকে তার নিজ বাড়ি থেকে আটক করে কুড়িগ্রাম সদর থানা হেফাজতে রাখা হয়। দিনাজপুর পুলিশের নির্দেশনায় তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিনাজপুর পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ১৩ মার্চ  সোমবার রাতে বোচাগঞ্জ উপজলোর দৌলা এলাকায় পীর ফরহাদ হাসান চৌধুরী ও তার পালিত কন্যা গৃহপরিচারিকা রূপালি বেগমকে গুলি ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত ফরহাদ হোসেন চৌধুরী (৬৮) দৌলা খানকার পীর হিসেবে পরিচিত।

তিনি দিনাজপুর পৌর বিএনপির সাবেক সভাপতি। পৌর মেয়র পদে নির্বাচন করে দলীয় কোন্দলের কারণে হেরে যান।
 
এছাড়া নিহত নারী মুরিদ রূপালী বেগম (২২) বোচাগঞ্জ এলাকার হোসেন আলীর মেয়ে। সে ফরহাদ হোসেন চৌধুরীর গৃহর্কমী ছিলেন।  

নাজমুল হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।