পোনাবালিয়া ইউপির ৩ পদে ৪৯ জনের মনোনয়নপত্র দাখিল


প্রকাশিত: ০১:১১ পিএম, ২০ মার্চ ২০১৭

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ছয়জন, সংরক্ষিত সদস্য পদে সাতজন এবং সাধারণ সদস্য পদে ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল বাশার খান, বিএনপি মনোনীত প্রার্থী ওয়ারেচ আলী খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নাসির উদ্দিন মৃধা, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান, শাহজাহান সাগর, আব্দুল ওয়াহেদ জোমাদ্দার তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সংরক্ষিত সদস্য পদে ১নং ওয়ার্ডে শাহনাজ পারভিন, মমতাজ বেগম, ২নং ওয়ার্ডে সাথী আক্তার মুক্তি, রাজমিন মুক্তা, ৩নং ওয়ার্ডে সালমা নাহার, হালিমা বেগম, মাকসুদা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে মো. বেলায়েত হোসেন তালুকদার, আইউব আলী হাওলাদার, হেলাল মল্লিক, নান্না মিয়া, ২নং ওয়ার্ডে মাহমুদ পারভেজ সালাম, আব্দুল মান্নান, সেলিম সিকদার, বজলুল হক, ৩নং ওয়ার্ডে ফেরদৌস হাওলাদার, খালিদ হাসান, মনির হোসেন ব্যাপারী, নাছরিন আক্তার, নুরুল ইসলাম খলিফা, ৪নং ওয়ার্ডে ইসমাইল হোসেন, ইউনুচ আলী ব্যাপারী, দেলোয়ার হোসেন খান, আলআমিন হোসেন ফরাজী।

পাশাপাশি ৫নং ওয়ার্ডে মশিউর রহমান, শাখাওয়াত হোসেন, সালাউদ্দিন মল্লিক, ৬নং ওয়ার্ডে সাইদুর রহমান ফারুক, নাসির উদ্দিন খলিফা, মো. নজরুল ইসলাম আকন, সাইদুর রহমান, ৭নং ওয়ার্ডে মো. জাফর আহমেদ, কাওসার হাওলাদার, মো. শাহজাহান হাওলাদার।

এছাড়া ৮নং ওয়ার্ডে মেহেদী হাসান মাঝী, মো. শাহিন তালুকদার, আ. জব্বার খান, মাজেদুল হক মজিদ হাওলাদার, মো. মজিবুর রহমান, ৯নং ওয়ার্ডে মো. বারেক হাওলাদার, মো. রিপন হাওলাদার, এসএম হাফিজ উদ্দিন, সাইদ হোসেন লিটন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মো. আতিকুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।