সাঘাটায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৪:১৬ এএম, ২১ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় রমজান আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের ফেরদৌস সরকার নান্নু (৩৭), হেলাল মিয়া (৩২) ও লাভলু মিয়া (৩৫)।

গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পুলিশের জিআরও শফিকুল ইসলাম মামলার সূত্রের বরাত দিয়ে জানান, ২০০৫ সালের ১৩ মার্চ সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের রমজান আলী বোনারপাড়ায় যাচ্ছিলেন। এ সময় পূর্ব ঘটনার জের ধরে একই গ্রামের ফেরদৌস ও তার পক্ষের লোকজন তাকে মারধর করেন।

এতে রমজান আলী গুরুতর আহত হন। পরে আঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে আবদুর রহিম বাদী হয়ে সাঘাটা থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২০০৫ সালের ৫ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।