ঝালকাঠির পোনাবালিয়া ইউপি নির্বাচন স্থগিত
ঝালকাঠি সদর উপজেলার ৭ নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ১০দিনের স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি নাইমা হায়দার ও আবু তাহের মো. সাইফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন ব্যারিস্টার তৌফিক এনাম।
তিনি জানান, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের কিস্তাকাঠি গ্রামের ৬৭২ জন ভোটার নিয়ে জটিলতা রয়েছে। এছাড়াও একজন সদস্য ভোটার এক ওয়ার্ডে এবং বাসিন্দা আরেক ওয়ার্ডে। উভয় বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে আদালত পোনাবালিয়া ইউপি নির্বাচনে ১০দিনের স্থগিতাদেশ দেন।
সদর উপজেলা নির্বাচন অফিসার ও পোনাবালিয়া ইউপি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা শারমিন আফরোজ জানান, আমাদের কাছে এখনও অফিসিয়াল কোনো কাগজপত্র আসেনি। নির্বাচন কমিশনের আইন বিভাগ থেকে এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানালে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।
আতিকুর রহমান/আরএআর/পিআর