মাগুরায় বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত
মাগুরায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন আন্ত:জেলা ডাকাত দলের সর্দার রফিকুল ইসলাম রফি ওরফে মোয়াজ্জেম ওরফে নজরুল। ঢাকা-খুলনা মহাসড়কের মঘির ঢাল এলাকায় শনিবার ভোরে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে পুলিশের সাথে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত রফি আন্ত:জেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে যশোর, খুলনা, সাতক্ষীরার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্রের ২৯ টি মামলা রয়েছে।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, ভোর ৩ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত।
এ সময় টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে গাছ সরাতে গেলে ডাকাতরা তাদের উপর বোমা নিক্ষেপ করে। পরে আবার গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতরা পিছু হটে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে আটক করা হয়।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ৪টি তাজা বোমা, একটি গাছ কাটার যন্ত্র, ছোরা, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র্র উদ্ধার করা হয়। আহত ডাকাতকে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগের ড. নির্মল কুমার জানান, রাত সাড়ে ৩ টার দিকে পুলিশ ডাকাত পরিচয়দানকারী ওই ব্যক্তিকে মৃত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এসএস/এআরএস/এমএস