ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ট্রেন চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলস্টেশন এলাকায় একটি কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার বিকেল সোয়া ৫টার দিকে এই ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মাইনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কন্টেইনার ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের আপ লাইনে (উর্ধ্বমুখী) ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইনে (নিম্নগামী) ট্রেন চলাচল স্বাভবিক রয়েছে বলে জানান তিনি।
এমএএস/আরআইপি