শিক্ষার্থীদের দিয়ে সড়কে চাঁদা তুলছেন শিক্ষক


প্রকাশিত: ০৮:৪১ এএম, ২৩ মার্চ ২০১৭

বেলা ১২টা ১০মিনিট। ঠাকুরগাঁও সদর উপজেলা মোলানি নামক স্থানে বালিয়াডাঙ্গী মহাসড়কে অর্ধশতাধিক শিক্ষার্থী রাস্তায় জটলা বেধে কী জানি করছে। কাছে গিয়ে দেখা গেল গাড়ি থামিয়ে টাকা তুলছে। একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করা হলো কিসের টাকা তোলা হচ্ছে? অপরদিক থেকে আরেকজন উত্তরে বললো, ২৬ মার্চ স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে তাই টাকা তোলা হচ্ছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা মোলানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিনের নির্দেশে এই টকা তোলা হচ্ছে বলে শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেছেন।

মহাসড়কে শিক্ষার্থীদের দ্বারা টাকা তোলার সময় স্কুলের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

নাজমুল ইসলাম নামে এক অভিভাবক অভিযোগ করে বলেন, ২৬ মার্চে অনুষ্ঠান করার জন্য শিক্ষার্থীদের মাধ্যমে টাকা তোলার প্রতিবাদ করলে লাঞ্ছিত হতে হয়। এছাড়া শিক্ষকদের ছেলে মেয়েরা এই স্কুলে পড়লেও তারা রাস্তায় টাকা তুলতে আসেনি।

Thakurgaon

শিক্ষার্থী মৌ আক্তার বলে, আমরা প্রতি বছর স্কুলে ২৬ মার্চ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করি। তাই রাস্তায় দাঁড়িয়ে সবার কাছ থেকে অনুষ্ঠানের জন্য টাকা তুলছি।

মহাসড়কে দুঘর্টনার কবলে পড়ে কোনো শিক্ষার্থী হতাহত হলে সেই দায় কে নেবে আনোয়ার নামে এক শিক্ষককে এমন প্রশ্ন করলে তিনি জানান, সব দায়দায়িত্ব স্কুলের। আমরা সবাই একত্রিত হয়ে টাকা তুলছি। এতে মহাসড়কে কোনো দুঘর্টনা ঘটবে না বলে দাবি করেন তিনি।

সইদুল ইসলাম নামে এক পথচারি জানান, স্কুলের শিক্ষকরা দাঁড়িয়ে থেকে টাকা তোলার বিষয়টা অন্যায়। যেকোনো সময় রাস্তায় বড় ধরনের দুঘর্টনা ঘটলে সেটির দায় কে নেবে?

মোলানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন জানান, শিক্ষার্থীদের অনুরোধে ২৬ মার্চ অনুষ্ঠানের জন্য টাকা তোলার অনুমতি দিয়েছি। সকলে সম্মতিক্রমে মহাসড়কে গাড়ি থাকিয়ে টাকা তুলছি।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার শাহিন আক্তার জানান, শিক্ষার্থীদের মাধ্যমে স্কুল চলাকালীন টাকা আদায় করা বেআইনি। বিষষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিউল এহছান রিপন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।