ছুটছে মানুষ বাড়ির পানে, চলছে গাড়ি থেমে থেমে
সাপ্তাহিক ছুটির সঙ্গে স্বাধীনতা দিবসের ছুটি যোগ হওয়ায় তিনদিনের অবসর পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। তাই প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে বৃহস্পতিবার অফিস শেষেই অনেকে ছুটেছেন বাড়ির পানে। কিন্তু ভোগান্তিতে পড়েছেন শুক্রবার সকালে গ্রামের পথধরা মানুষ।
এদিন সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা-আরিচা মহাসড়ক ছাড়াও যানজট সৃষ্টি হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে। এতে দক্ষিণবঙ্গের ঘরমুখী মানুষ পড়েছেন ভোগান্তিতে।
জাগো নিউজের মির্জাপুর প্রতিনিধি এসএম এরশাদ জানিয়েছেন, বৃহস্পতিবার দিনগত রাত ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে। এতে উত্তরবঙ্গমুখী যানবাহনকে চলতে হচ্ছে ধীরগতিতে।
পরে দুর্ঘটনা কবলিত দু’টি যানবাহনকে সরালে ওই সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
টাঙ্গাইলের মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বলেন, ‘সকাল থেকে টাঙ্গাইলের দিকে যানবাহন চলাচল করলেও কালিয়াকৈর এলাকায় গাড়ি কম চলছে। তাই ঢাকার দিকে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে ।’
এদিকে শুক্রবার ভোর থেকেই পাটুরিয়াঘাটে বেড়ে গেছে যানবাহনের অতিরিক্ত চাপ। সকাল সাড়ে ১১ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাটুরিয়া ঘাটে গাড়ির দীর্ঘ লাইন ৩ কিলোমিটার ছাড়িয়েছে বলে জানিয়েছেন জাগোনিউজের মানিকগঞ্জ প্রতিনিধি বিএম খোরশেদ।
এ অবস্থায় একেকটি যানবাহনের ফেরি পেতে সময় লাগছে দেড় থেকে দুই ঘণ্টা। দীর্ঘ যানজটে আটকে পড়া যাত্রী বিশেষ করে নারী ও শিশুদের বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, শুক্রবার এমনিতেই যানবাহনের চাপ বেশি থাকে। এর সঙ্গে রোববারের ছুটি যোগ হওয়ায় তা আরও বেড়ে গেছে। ছোট বড় ১৩ টি ফেরি দিয়ে যাত্রীবাহী যানবাহনগুলো পারাপার করা হচ্ছে।
যাত্রী দুর্ভোগ কমাতে সকাল থেকে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, যাত্রীদের দুর্ভোগ লাঘবে পণ্যবাহী ট্রাকগুলোকে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া মোড় থেকে ঘুরিয়ে আরিচা সড়কের বোয়ালী এলাকায় রাখা হচ্ছে। যাত্রীবাহী যানবাহনের সংখ্যা কমে গেলেই তাদের ঘাটে যেতে দেয়া হবে।
এদিকে প্রায় একই অবস্থা বিরাজ করছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক ধরে যাওয়া যানবাহনেরও।
আমাদের সিদ্দিরগঞ্জ প্রতিনিধি হোসেন চিশতী সিপলু জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর থেকেই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় যানজটের কবলে পড়েছেন পূর্বাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলের যাত্রীরা।
নারায়ণগঞ্জ ট্টাফিক পুলিশের পরির্দশক মোল্লা মোহাম্মদ তাসলিম হোসেন জানান, এমনিতেই এ সড়কে যানজট থাকে। তবে সাপ্তাহিকS দু’দিনের ছুটির সঙ্গে স্বাধীনতা দিবসের ছুটি হওয়ায় সড়কে অতিরিক্ত গাড়ির চাপ বেড়েছে। তােই যানজট একটু বেশি।
সরেজমিনে দেখা যায়, শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় থেকে নারায়ণগঞ্জের মেঘনা ব্রিজ পর্যন্ত যানজটের বিস্তৃতি। আর ঢাকা-সিলেট মহাসড়কের যানজট গিয়ে ঠেকেছে রূপগঞ্জের গাউছিয়া পর্যন্ত।
এমএমএ/এমএস